Wednesday, October 28, 2015

ইনস্ট্যান্টSkin beauty tips : ফর্সা ত্বক পেতে ৫টি ফলের ফেস মাস্ক - Five fruit face mask give you instant white skin

প্রতিটা নারীর একটিই সুপ্ত ইচ্ছা থাকে। কিভাবে নিজেকে একটু বেশি সুন্দর করে তুলবে। সবাই চায় ফর্সা ত্বক পেতে। ফর্সা ত্বক পেতে সবাই একটু বেশিই উৎসাহী। কতো কিছুই করে যাচ্ছেন ত্বক কে আরো বেশি আকর্ষণীয়, ফর্সা ও সুন্দর করে তোলার জন্য। অনেক উপায়ই তো আছে ফর্সা ত্বক পাওয়ার। কিন্তু সব উপায়ই দীর্ঘ মেয়াদী, ব্যয়বহুল ও পার্শ্বপ্রতিক্রিয়া যুক্ত।

আজ আমি আপনাদের বলবো কিভাবে শুধুমাত্র ফলের ফেস মাস্ক ব্যাবহার করে আপনি পেতে পারেন ইনস্ট্যান্ট ফর্সা ত্বক। ফলের ফেস মাস্ক ইনস্ট্যান্ট ফর্সা ত্বকের সাথে সাথে আপনার ত্বককে করে তুলবে আরও আকর্ষণীয়, লাবণ্যময়ী, সতেজ ও দাগহীন।

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক পেতে কেন আপনি ফলের ফেস মাস্ক ব্যাবহার করবেন?

আসলে ফল তো খাওয়ার জিনিস। আমরা কেনো ফল দিয়ে ফেস মাস্ক বানাবো? এটি সবার মনে প্রশ্ন জাগবে। আসলে ফল যে শুধু শরীরের জন্য উপকারি তা নয় এটি নিঃসন্দেহে ত্বকের যত্নে কাজে লাগানো যেতে পারে। বাজারে অনেক ধরনের হারবাল ফেস মাস্ক পাওয়া যায় যাতে গুনাগুনের চেয়ে ভেজাল বেশি। আপনি যদি ঘরে বসে ভেজালবিহীন ত্বকের যত্ন চান তাহলে নিঃসন্দেহে ফলের ফেস মাস্ক ব্যাবহার করেতে পারেন। ফলের ফেস মাস্ক শুধু ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা ও পরিস্কার করবেনা। এটি আপনার ত্বককে ময়েসচারাইয করবে এবং চমৎকার প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করবে। এতে খরচেরও তেমন চিন্তা করতে হবে না আপনার। তাছাড়া এই ফলের মাস্ক গুলো ব্যাবহারে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

আসুন জেনে নেই ইনস্ট্যান্ট ফর্সা ত্বক পাওয়ার জন্য ৫টি ফলের মাস্ক সম্পর্কেঃ

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক পাওয়া আপনার জন্য আর স্বপ্ন থাকবে না। টম্যাটো, সট্রবেরি, কলা, আপেল ও সবুজ আঙ্গুর এর তৈরি ফেস মাস্কই আপনাকে দিবে ইনস্ট্যান্ট ফর্সা ত্বক। ফর্সা ত্বকের পাশাপাশি এটি আপনার ত্বককে করে তুলবে লাবণ্যময়ী, কোমল, নিখুঁত ও দাগহীন।

১. ইনস্ট্যান্ট ফর্সা ত্বক পাওয়ার জন্য টম্যাটোঃ

টম্যাটো চিনে না এমন মানুষ নেই। ফল ও সবজি হিসেবে এটি বহুল প্রচলিত। টম্যাটোর রস মুখের কালো দাগ ও চোখের ডার্ক সার্কেল দূর করতে বেশ সহায়ক। টম্যাটো ইনস্ট্যান্ট ফর্সা ত্বকের জন্য বেশ উপকারি।

টম্যাটো ফেস মাস্ক বানাতে যা লাগবেঃ

– টম্যাটোর রস ( ১ টেবিল চামচ)

– লেবুর রস ( আধা টেবিল চামচ)

– গোলাপ জল ( ১ টেবিল চামচ)

টম্যাটো ফেস মাস্ক ব্যাবহার করবেন যেভাবেঃ

– সব উপকরন গুলো একসাথে মিশিয়ে নিন।

– তারপর মুখ ভালো ভাবে ধুয়ে ফেস মাস্কটি মুখে ও ঘাড়ে লাগিয়ে নিন।

– ১০ মিনিট পর মুখ ধুয়ে নিন।

– এবার দেখুন আপনার ত্বক আগের চেয়ে অনেক ফর্সা হয়ে গেছে।

– সপ্তাহে ২ বার এই ফেস মাস্কটি ব্যাবহার করলে আপনি অনেক বেশিই ফর্সা ত্বক পাবেন।

২. সট্রবেরিঃ

সট্রবেরি খুবই সুস্বাদু ফল হওয়ার সাথে সাথে এতে অনেক ভিটামিন আছে। এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। সট্রবেরি ফেস মাস্ক খুবই কার্যকরী ভাবে কাজ করে ইনস্ট্যান্ট ফর্সা ত্বক দিতে।

সট্রবেরি ফেস মাস্ক বানাতে যা লাগবেঃ

– সট্রবেরি (২-৪ টি)

সট্রবেরি ফেস মাস্ক ব্যাবহার করবেন যেভাবেঃ

– সট্রবেরিগুলোকে ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নিন।

– তারপর চোখের চারপাশ বাদ দিয়ে মুখে ও ঘাড়ে পেস্টটি লাগিয়ে নিন।

– ১৫ মিনিট রেখে খুব ভালো করে ধুয়ে নিন।

– সপ্তাহে ২ বার এই ফেস মাস্কটি ব্যাবহার করতে পারেন।

৩. কলাঃ

কলা চুল ও ত্বকের জন্য অনেক উপকারি। ত্বকের যত্নে কলার ব্যাবহার আপনাকে অনেক সুফল দিবে। কলা ত্বককে ভিতর থেকে পরিস্কার করে। তাছাড়া এটি ত্বককে ময়েসচারাইয করে ত্বকের লাবণ্যতা ফিরিয়ে আনে ও দাগ দূর করে।

কলার ফেস মাস্ক বানাতে যা লাগবেঃ

– ছোটো সাইজের একটি কলা

– মধু ( ১ টেবিল চামচ)

কলার ফেস মাস্ক ব্যাবহার করবেন যেভাবেঃ

– কলাকে খুব ভালো করে চটকে নিন।

– এতে মধু মিশিয়ে খুব ভালো করে পেস্ট করে নিন।

– তারপর মুখে ও গলায় মাস্কটি লাগিয়ে নিন।

– ১৫ মিনিট পর ফেস মাস্কটি হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

– এই মাস্কটি আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখবে এবং ইনস্ট্যান্ট ফর্সা করবে।

৪. আপেলঃ

আপেলের উপাদান গুলো মাইগ্রেন থেকে শুরু করে ক্যান্সারের মতো রোগ পর্যন্ত প্রতিরোধ করতে পারে। ত্বক ও স্বাস্থ্যে আরও অনেক ব্যাবহার ও উপকার আছে আপেলের। আপেলের রস মুখের কালো দাগ ও তিল দূর করতে সাহায্য করে। আপেলের ফেস মাস্ক আপনাকে ইনস্ট্যান্ট ফর্সা ত্বক দিতে খুবই উপযোগী। তাছাড়া এটি ব্রন দূর করতেও কার্যকরী।

আপেলের ফেস মাস্ক বানাতে যা লাগবেঃ

– আপেলের রস ( ১ টেবিল চামচ)

– লেবুর রস ( আধা টেবিল চামচ)

আপেলের ফেস মাস্ক ব্যাবহার করবেন যেভাবেঃ

– একটি আপেলের চার ভাগের এক ভাগকে ব্লেন্ড করে, তারপর ছেকে রস করে নিন।

– তারপর আপেলের রসের সাথে লেবুর রস মিশিয়ে নিন।

– পরিস্কার ত্বকে ফেস মাস্কটি লাগিয়ে নিন।

– ১০ মিনিট পর খুব ভালোভাবে ধুয়ে ফেলুন।

৫. সবুজ আঙ্গুরঃ

আঙ্গুর ২ রকমের হয়ে থাকে। কালো ও সবুজ আঙ্গুর খেতে যেমন ভিন্ন, তেমন রঙেও ভিন্নতা আছে। সবুজ আঙ্গুরের রস ত্বকের জন্য খুবই উপকারি। এটি ত্বকের গভীরে গিয়ে ময়লা পরিস্কার করে। সবুজ আঙ্গুরের রস ত্বকের জন্য টোনার হিসেবে দারুন ভাবে কাজ করে। এই ফলের ফেস মাস্কটি ইনস্ট্যান্ট ফর্সা ত্বক দিতেও কার্যকরী।

সবুজ আঙ্গুরের ফেস মাস্ক বানাতে যা লাগবেঃ

– সবুজ আঙ্গুর (১০ -১২টি)

– গোলাপ জল (১ টেবিল চামচ)

সবুজ আঙ্গুরের ফেস মাস্ক ব্যাবহার করবেন যেভাবেঃ

– আঙ্গুর গুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিন।

– তারপর এতে গোলাপ জল মিশিয়ে ভালোকরে পেস্ট করে নিন।

– মুখ ভালোভাবে ধুয়ে নিন এবং মুছে শুখিয়ে নিন।

– তারপর ফেস মাস্কটি মুখে ও গলায় লাগিয়ে নিন।

– ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

– এই ফেস মাস্কটি সপ্তাহে ২ বার ব্যাবহার করলে আপনার ত্বক দাগবিহীন ও আরও ফর্সা হবে।

যেকোনো একটি ফলের ফেস মাস্ককে বেছে নিন এবং ব্যাবহার করে দেখুন। আপনার ত্বকের পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন। এই ফেস মাস্ক গুলো সব রকম ত্বকের জন্য প্রযোজ্য। তাই নিঃসন্দেহে ব্যাবহার করতে পারেন।

0 comments:

Post a Comment